পবিত্র রমযান অন্তরকে আল্লাহর দিকে ঘুরানোর মাস
বিস্ময়কর পবিত্র রমযান মাস। রহমত, মাগফিরাত, নাজাতের মাস। সবরের মাস। সর্বোপরি কুরআন নাযিলের মাস।
একজন মুসলমান মাত্রই আল্লাহ তাআলার ভালোবাসার অন্বেষী; রাসূলে কারীম ﷺ-এর ভালোবাসার অন্বেষী। জীবনে খাওয়া-দাওয়া ত্যাগ করা তো তুচ্ছ বিষয়। জীবনের সবকিছু দিয়ে, সবকিছু ত্যাগ করে একজন মুসলমান আল্লাহ তাআলা ও তাঁর রাসূল ﷺ-এর অনুগত্য করতে সদা প্রস্তুত। এ কারণেই এক হাদীসে এই কথা স্পষ্ট বলা হয়েছে যে (অর্থ): মুমিনের আচরণ বড়ই বিস্ময়কর।
অর্থাৎ, সব অবস্থায় মুমিন আল্লাহ পাকের অনুগত। এইতো দুই মিনিট আগেও সে খেয়েছে; এখন আর খাচ্ছে না। কারণ, সেহেরির সময় শেষ। এই তো দুই মিনিট আগেও খাচ্ছিল না; এখন খাচ্ছে। কারণ, ইফতারির হুকুম হয়েছে। এই বন্দেগী তথা গোলামীর জীবন একজন মুসলমানের। মন মানছে না, কিন্তু আল্লাহ তাআলার যখন যেই হুকুম হচ্ছে সে তৈরি। তার জীবনের সবকিছু এই কথাকেই কেন্দ্র করে:
إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحۡيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ١ ٦٢
অর্থঃ নিশ্চয়ই আমার নামায, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ – সমস্ত আলমের রব আল্লাহ তাআলার জন্য। সূরা আন’আম: ১৬২
যার অবস্থা আসলেই এমন, তার সারা জীবনের চাওয়া-পাওয়া আল্লাহ তাআলার হুকুম মানার মাঝেই।
রমযানুল মুবারক এ শিক্ষাই দেয়। রমযানের শিক্ষা, তাকওয়া জীবনের পাথেয় বানাও। সর্বদা আল্লাহ তাআলা তোমাকে দেখছেন- এ খেয়াল অন্তরে জাগরূক রাখ।
রমযান না খেয়ে থাকার নাম নয়, রমযান মজার মজার ইফতারী খাওয়ার নাম নয়। রমযান বাজারে ঘুরাফেরার নাম নয়, রমযান কোনো দুনিয়াবী ব্যবসার মৌসুম নয়।
রমযান আত্মসংশোধনের মাস। রমযান আল্লাহ তাআলার সাথে বিশেষ সম্পর্ক তৈরির মাস। রমযান মুমিনের জীবনে ঈমানী ইনকিলাব আনার মাস।
অমূল্য এ জীবন হেলায় হারানো কোনোভাবেই উচিত নয়। উপরন্তু রমযানের প্রতিটি মুহুর্ত এত অধিক রহমত ও বরকতপূর্ণ যে তা ভাষায় প্রকাশ করা যায় না।
রমযান জাহান্নামের আযাব থেকে মুক্তির মাস। একটু কষ্ট-ক্লেশ করে যদি চিরকালের জন্য দোযখের ভয়াবহ আযাব থেকে বাঁচা যায় – এর চেয়ে সস্তার সদাই আর কি হতে পারে?!
দুনিয়া ও আখেরাতের জীবনে সফলতার পদক্ষেপ, পবিত্র রমযান মাসে না নিলে আর কবে নেব আমরা? হে আল্লাহ! তোমার তাওফীক ছাড়া আমাদের উপায় নেই। আমরা দুর্বল। তুমি আমাদের মন-দিলকে তৈরি করে দাও তোমার হুকুম মানার জন্য। আমীন।
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ*
অর্থঃ হে অন্তর সমূহকে ঘুরানেওয়ালা! আমার অন্তরকে তুমি তোমার দ্বীনের দিকে ঘুরিয়ে দাও!* (আমীন)
——————————————————————————-
* আল্লাহ-র রাসূল ﷺ-এর পবিত্র দুআ।
Last Updated on December 12, 2024 @ 8:47 am by IslamInLife বাংলা