৫ম তারাবীহ: পঞ্চম দেড় পারার মর্মার্থ
ইনশাআল্লাহ এখানে update হতে থাকবে প্রতিদিনের তারাবীহ-তে তেলাওয়াতের মর্মার্থ।
ষষ্ঠ পারার শেষ আয়াতে বলা হয়েছিল, যারা প্রকৃত খৃষ্টান তারা মুমিনদের প্রতি কিছুটা নরম ও কোমল। সপ্তম পারার শুরুতেও এমন কিছু খৃষ্টানদের আলোচনা করা হয়েছে কুরআনের আয়াত শুনে যারা নিজেদের চোখের পানি সংবরণ করতে পারেনি, অনিচ্ছাকৃতভাবেই চোখ থেকে তাদের পানি গড়িয়ে পড়েছিল। (৮৩-৮৫)
এই আয়াতগুলো হাবশার সে সকল নাছারার ব্যাপারে নাযিল হয়েছিল যাদের দেশে মুসলমানগণ হিজরত করে গিয়েছিলেন। মুসলমানদের যবানে কুরআনের অমীয় বাণী শুনে তারা যারযার হয়ে কান্না শুরু করে দেয়। তাদের দাঁড়ি মুখ ভিজে যায়। বস্তুত আল্লাহর কালামের তা‘সিরই এমন যা মনের কালিমা দূর করে, ভয় ও খাশয়াত পয়দা করে মানবাত্মায় প্রশান্তির পরশ বুলিয়ে দেয়, শরীরের পশম দাঁড় করিয়ে দেয় এবং চোখকে টলোমলো করে তুলে।
প্রকৃত নাছারাদের বিবরণের পর অন্যান্য মাদানী সূরার মত সূরা মায়িদাতেও বেশ কিছু বিধান বর্ণনা করা হয়েছে। সেগুলো হল :
পুরো পড়তে ক্লিক করুন: পঞ্চম দেড় পারা
Last Updated on February 1, 2023 @ 12:20 pm by IslamInLife বাংলা