নিশ্চই আমার রব আমাকে দুটি জান্নাত দিয়েছেন
সাইয়্যেদুনা ইবনে উমর رضي الله عنه -এর শাসনামলে এক যুবক মসজিদে ইবাদত করত। সাইয়্যেদুনা উমর رضي الله عنه তার ইবাদত দেখে বিস্মিত হতেন। যুবকের পিতা খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। যুবক এশার নামাযের পর পিতার খেদমত করতে চলে যেত। তার গমন পথে এক রমণী তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। তারপর থেকে ঐ রমণী যুবককে তার দিকে আহ্বান করত। বিভিন্নভাবে, হাসি কৌতুক করে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা চালাত। একদিন সেই যুবক রমণীর সাথে তার বাড়িতে চলে গেল। যুবক রমণীর বাড়িতে প্রবেশ করার মুহূর্তে এই আয়াতটি তার মনে পড়ল: ان ا لذين اذا مسهم طا ئف من الشيطا ن تذ كر وا فا ذاهم مبصر ون অর্থ: যারা (আল্লাহকে) ভয় করে, তাদেরকে যখনই শয়তানের কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তারা (আল্লাহকে) স্মরণ করে। ফলে ততক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। সূরা আরাফ: ২০১
এই সময় তার অন্তরে আল্লাহ তাআলার ভয় এমন প্রবলভাবে উদয় হল যে, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে তার ঘরে ফিরতে দেরি হওয়ায় তার পিতা সন্তানের খোঁজে বাইরে বের হয়ে এক স্থানে ছেলেকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলেন। তিনি ছেলেকে সেখান থেকে বাড়ি নিয়ে আসলেন। দীর্ঘ সময় পর ছেলেটির জ্ঞান ফিরল। পিতা ছেলেকে জিজ্ঞেস করলেন, সত্য করে বল তোমার কি হয়েছিল? যুবক তখন সেই আয়াতটি পাঠ করল এবং মাটিতে পড়ে গিয়ে ইন্তেকাল করল।
যুবকের ইন্তেকালের পর লোকেরা তার গোসল ও কাফন দেওয়ার পর দাফন সম্পন্ন করল। পরদিন সকালে এক ব্যক্তি সাইয়্যেদুনা উমর رضي الله عنه কে এই ঘটনা জানালে তিনি সমবেদনা প্রকাশের জন্য যুবকের পিতার কাছে গিয়ে বললেন, ঐ সময় আমাকে কেন সংবাদ দেওয়া হল না? পিতা বললেন, হে আমীরুল মুমিনীন! তখন রাত ছিল, আপনার কষ্টের কথা বিবেচনা করেই সংবাদ দেইনি। সাইয়্যেদুনা উমর رضي الله عنه যুবকটির কবরের কাছে যেতে চাইলেন। কয়েকজন সাহাবি رضي الله عنهم সহ তিনি কবরের কাছে গিয়ে পাঠ করলেন: و لمن خا ف مقا م ربه جنتا ن অর্থ: যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে, তাঁর জন্য দুটি জান্নাত। (সূরা আর রাহমান)। সাইয়্যেদুনা উমর رضي الله عنه -এর এই আয়াত পাঠের পর কবর থেকে যুবকের আওয়াজ শোনা গেল: হে উমর! নিশ্চয়ই আমার রব আমাকে দুইটি জান্নাত দিয়েছেন।
ইমাম জালালুদ্দীন সুয়ূতি رحمة الله عليه রচিত “নুরুছ্ছুদুর” এর উর্দু “কবরকে হালাত”-এর বাংলা তরজমা “কবর জগতের কথা” – হাফেয মোহাম্মদ খালেদ (দা. বা.), মোহাম্মাদী লাইব্রেরী, চকবাজার – থেকে সংকলিত।
Last Updated on September 14, 2022 @ 12:39 pm by IslamInLife বাংলা