কুরআনতারাবীহ

১০ম তারাবীহ: ১৩তম পারার মর্মার্থ

নবী ইউসুফ আ. এর কাহিনী সংক্ষিপ্তাকারে ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। এখন সেই কাহিনী থেকে যে সকল নসীহত ও উপদেশ লাভ করা যায়, সেগুলো উল্লেখ করা হবে। এখানে একটি বিষয় লক্ষণীয়। তা হল, শুধু ১৩নং পারা নয়, বরং সামগ্রিকভাবে সূরা ইউসুফ থেকে যে শিক্ষা ও উপদেশ আমরা পাই তা এখানে ধারাবাহিকভাবে পেশ করা হচ্ছে:
১. কখনও কখনও বিপদ আপদ শান্তি ও নেয়ামত বয়ে আনে। হযরত ইউসুফ আ. এর প্রথম জীবন ছিল অত্যন্ত কষ্টকর ও হতাশাজনক। সঙ্গ সহায়হীন তাকে কূপে ফেলে দেয়া হয়েছিল। কূপ থেকে নিষ্কৃতি পেয়ে ঠাঁই মেলে মিশরের দাস বিক্রির হাটে। গোলামীর যিন্দেগী শুরু হয়। নারীদের ফাঁদের মুখোমুখী হতে হয়। জীবনের অনেকগুলো বছর বন্দী জীবন কাটাতে হয়। কিন্তু এক সময় দুনিয়ার সকল হিসাব-নিকাশ মিথ্যা প্রমাণিত করে বিস্ময়করভাবে তিনি হয়ে যান মিশরের শাসক। এভাবে দুনিয়া ও আখেরাতের মান সম্মান তার পদচুম্বন করে।

পুরো পড়তে ক্লিক করুন: ১৩তম পারা

Last Updated on June 30, 2024 @ 5:38 pm by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it