হাদীস-সুন্নাহ

তাকওয়াই মানুষের মর্যাদার মাপকাঠি

সাইয়্যেদুনা আবু যর গিফারী رضي الله عنه থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ তাকে বলেন (অর্থ): কোনো কালো অথবা সাদা মানুষের তুলনায় তোমার কোনো শ্রেষ্ঠত্ব নেই। তবে তাকওয়া এবং খোদাভীরুতার ভিত্তিতে তুমি কারো চাইতে বেশি মর্যাদার অধিকারী হতে পার। মুসনাদে আহমদ

ব্যাখ্যা: হাদীসটির মর্ম এই যে, ধন-সম্পদ, গঠন-আকৃতি, বংশ-বর্ণ এবং ভাষা ও দেশ ইত্যাদি কোনো বস্তুর দ্বারা কারো উপর অন্য কারোর মর্যাদা প্রতিষ্ঠিত হয় না। মর্যাদার মাপকাঠি হচ্ছে কেবল তাকওয়া, (অর্থাৎ, আল্লাহ তাআলার ভয় এবং এর ভিত্তিতে যে জীবন গড়ে ওঠে)। তাই এ তাকওয়ায় যে যতটুকু অগ্রগামী হবে, সে আল্লাহ তাআলার কাছেও তত বেশি মর্যাদা লাভ করবে। এ বাস্তব কথাটিই কুরআন মাজীদে এভাবে বলা হয়েছে (অর্থ): নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সে-ই সর্বাধিক মর্যাদার অধিকারী, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি খোদাভীরুসূরা হুজরাত: ১৩

বাংলা অর্থ ও ব্যাখ্যা মা’আরিফুল হাদীস, এমদাদিয়া লাইব্রেরী থেকে সংকলিত

Last Updated on December 7, 2023 @ 9:31 am by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *