আখলাক ও আত্মশুদ্ধি

জীবনে সময়ের বরকত পেতে হলে করণীয়: ৮

কোনো বিশেষ প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়াটা অনুচিত।

আজ তো আমাদের অবস্থা হল, উদ্দেশ্যবিহীন সফরও করে ফেলি! হ্যাঁ বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হতে বা দূরে সফর করতেও নিষেধ নেই।

মুমিন যখন কোথাও যাওয়ার খেয়াল করবে, গুনাহ না হওয়ার চিন্তাকে সে অগ্রগণ্য রাখবে। উত্তম সঙ্গী সাথে (একটি ভালো বইও উত্তম সঙ্গী) নেয়ার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেবে।

মুমিনের সফর চলছেই (সবারই চলছে, কিন্তু মুমিন তাতে স্থির বিশ্বাস রাখে)। যেহেতু আখেরাতের সফর থেকে মুমিন বিস্মৃত নয়, প্রতি মুহূর্তেই সে সতর্ক। গাফেল নয়।

আজ বাজারের মত নিকৃষ্ট স্থানে আমাদের ভিড়। কিন্তু মসজিদগুলো বিরান। মসজিদে কদাচিৎ অনেক মানুষ দেখলে সেটা অস্বাভাবিক মনে হয়। আর এর বিপরীতে বাজারে কম লোক দেখলে আমরা বুঝি এটা ছুটির কোনো দিন।

ঘর-বাড়িতে অবস্থান যেমন নিরাপদ তেমনি ইবাদত করার জন্য ও ফেতনা-ফ্যাসাদ থেকে বাঁচার জন্য নিজ ঘরে অবস্থান অত্যন্ত উপকারী। ঘরের প্রশস্ততার জন্য হাদীসে দোআ শেখানো হয়েছে। ফেতনার সময় নিজ বাড়িতে অবস্থানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

Last Updated on November 21, 2023 @ 7:58 am by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it