৪র্থ তারাবীহ: চতুর্থ দেড় পারার মর্মার্থ
কুরআন মুনাফিকদের গোপন ষড়যন্ত্র ও হীন চক্রান্তের কথা ফাঁস করে দিয়ে তাদের ব্যাপারে চূড়ান্ত ফায়ছালা শুনিয়ে দেয় যে, ঈমান ও নিফাক একত্র হতে পারে না, মুসলিম ও মুনাফিকের মাঝে কোন সম্পর্ক থাকতে পারে না আর মুনাফিকদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আহলে ঈমান মতপার্থক্য করতে পারে না, সংশয়গ্রস্তও হতে পারে না। বারী তাআলার পক্ষ থেকে ইরশাদ হচ্ছে, “তোমাদের কী হল যে, মুনাফিকদের সম্পর্কে তোমরা দু’দল হয়ে গেলে। অথচ আল্লাহ তা‘আলা তাদের মন্দ কর্মের কারণে তাদেরকে গুমরাহ ও পথ ভ্রষ্ট করেছেন, পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। পুরো পড়তে ক্লিক করুন: চতুর্থ দেড় পারা
Last Updated on June 27, 2021 @ 8:47 am by IslamInLife বাংলা