অন্যান্য ইবাদত​

ঈদ: হুকুম পালনেরই আরেক রূপ

আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বছরে দুটি ঈদ দিয়েছেন। একটি রমজানের শেষে, অপরটি বায়তুল্লায় যখন লাখো মুমিন হজ্জ আদায় করে তখন। দেখুন, দুটি খুশিই কখন? এবং কোন সময়? আল্লাহর বান্দারা যখন আল্লাহর জন্য হাসিমুখে বড় বড় ত্যাগ ও কষ্ট স্বীকার করল, তখন – তার পর পর। রমজানের পুরো মাসে রোযা রাখা হয়, পড়া হয় তারাবীহর নামাজ। ইফতার, সেহেরি আরও কত ইবাদত করা হয়ে থাকে। তারপর আসে ঈদুল ফিতর। আবার হজ্ব-এর পুরো মৌসুমে কী পরিমাণ কষ্ট-ক্লেশ বরণ করে, অত্যন্ত সবরের সাথে হাজীগণ মক্কা মুকাররামায় পৌঁছান।। মক্কায় তওয়াফ, মিনা, আরাফা, মজদালিফায় অবস্থান করেন। এভাবে আল্লাহ তাআলার সুমহান হুকুমে হজ্ব পালন করেন। তারপর আসে ঈদুল আযহা।

অর্থাৎ, ঈদের আনন্দের পটভূমি হল আল্লাহর জন্য ত্যাগ ও কষ্ট। কারণ, বান্দা আল্লাহর জন্য কিছু করতে পারল, এটাই মূল আনন্দ। কষ্ট-ক্লেশ শেষে বান্দা যেন বলতে থাকে, আল্লাহ! তোমার হুকুম মানলাম, এখন কী করব? এখন তোমার কী হুকুম? আল্লাহর তরফ থেকে যেন হুকুম আসে, বান্দা! এখন আনন্দ কর। আল্লাহ আনন্দ করতে হুকুম করেছেন তাই মুমিন আনন্দ করে, এটাও সেই একই বিষয়। আল্লাহ পাকের ফরমাবরদারি। এখানেই একজন মুমিনের, একজন মুসলিমের আনন্দ, সার্থকতা ও সাফল্য। মুমিনের প্রতি মুহূর্তের কাজ ও অপেক্ষা হল আল্লাহ পাকের হুকুম পালন। এটা যদি আমাদের বুঝে আসে, তো জীবন সার্থক, জীবনে সাফল্য অবধারিত! শুধু এ দুনিয়াতে নয়, আখেরাতেও। শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও।

মুমিনের পুরো জীবনের সব কাজের সারবস্তু এটাই। আল্লাহর হুকুম পালন ও তার জন্যই কষ্ট-ক্লেশ। পার্থিব এ হায়াত কাজেরই জায়গা। এখানে কাজ করে যেতে হবে। তারপর মৃত্যুর পর শুধু হিসাব। পুরস্কার বা শাস্তি। সেখানে কোনো আমল নাই।

চাঁদ রাত/বা ঈদের রাতকে অবহেলা করা উচিত নয়
=================================
ঈদের রাতকে হাদীসে বলা হয়েছে ‘লাইলাতুল জায়েযা’ – পুরস্কার-এর রাত্র।
যে ব্যক্তি সওয়াবের আশায় ঈদের দুই রাতে ইবাদতের জন্য দন্ডায়মান হবে, তার অন্তর ঐদিন মরবে না যেদিন অন্যদের অন্তর মরে যাবে। (ঈমাম শাফেয়ী রহ.-এর কিতাবুল উম্, ইবনে মাজাহ)
এ রাতে ইবাদত বন্দেগী করে নিজের ও উম্মতের সব প্রয়োজনের জন্য দোআ করা উচিত।
ঈদের নামাজের আগের সুন্নত ও আদব সমূহ
============================

সকালে ঘুম থেকে উঠা

মিসওয়াক করা

গোসল করা

উত্তম পোশাক পড়া

আতর দেয়া

মিষ্টি কিছু খাওয়া (উত্তম হল: খেজুর খাওয়া)

ঈদগাহে যাওয়ার পথে মৃদু স্বরে তাকবীর পড়া: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।

Last Updated on February 4, 2023 @ 9:08 am by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it