ঈদের আনন্দ ও খুশি: এও তো আল্লাহ তাআলার সন্তুষ্টির পথেই হতে হবে!
আমরা বর্তমানে এত বেশি (অহেতুক ও উদ্দেশ্যবিহীন) খুশির উপলক্ষ বানিয়েছি যে (আফসোস) আজ ঈদের দিন আর তেমন বেশি খুশি লাগে না। কথাটি প্রিয় শ্রদ্ধেয় শায়খ রাশেদ ভাইয়ের কাছে শুনেছিলাম। একটু যোগ করি: সারা বছর নিজের মন মতন কত শত আনন্দ আর মজা করেছি; যখন আল্লাহ তাআলা (তাঁর সন্তুষ্টিসহকারে ঈদ উপলক্ষে) আমাদেরকে আনন্দ করতে আদেশ দিলেন, তখন আমরা ‘তাঁর সন্তুষ্টি অনুযায়ী’ আনন্দ করা থেকে বিরত থাকলাম।
যদি বলা হয়, কই? সবাই তো ঈদে খুব হই-হুলোড় আর আনন্দ করছে। বিবেচনা করা জরুরি যে, শতকরা কত জন এই আনন্দ আল্লাহর পথে করছে? যদি আল্লাহর পথে আনন্দ না করা হয়, তা কীভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ হবে? ঈদের দিন গান-বাজনা শুনে আর নাজায়েযভাবে (বেপর্দা ও বেহায়াপনার সাথে) হই-হুলোড় বা আনন্দ করে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব হবে? এভাবে আনন্দ প্রকাশ করা কি আল্লাহ তাআলার আদেশ ছিল?! যেসব কাজ করা সারাটি বছর নিষিদ্ধ, সেটাই যদি আমাদের ঈদ উদযাপনের মাধ্যম হয়ে থাকে, তাহলে ঈদের আনন্দ কি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী পালিত হল?
দুটি বিষয়ে বিশেষভাবে ডুবে থাকার সময় যেন এখন। নিজের ক্রমাগত সংশোধন এবং নিজের ও পুরো উম্মতের জন্য খুব বেশি করে কল্যাণের দোআ করতে থাকা।
Last Updated on November 21, 2023 @ 8:04 am by IslamInLife বাংলা