ঈমান ও আক্বীদা

আল্লাহর জন্যই বন্ধুত্ব, আল্লাহর জন্যই শত্রুতা

মুসলমান মাত্রই আল্লাহ তাআলার সন্তুষ্টির অন্বেষণকারী। আল্লাহ তাআলার সন্তুষ্টিকে ঘিরেই একজন মুসলমানের সবকিছু। দুনিয়াতে যে যত কাজই করুক না কেন, যে যত মত বা পথের অনুসারী হোক না কেন, আসলে সে কাউকে সন্তুষ্টির নিমিত্তেই করছে।

যে যত কাজ বা প্রচেষ্টা করে থাকে না কেন, প্রতিটা কাজ ও প্রচেষ্টার একটা আসল তথা মূল উদ্দেশ্য রয়েছে; আর সেই উদ্দেশ্য কারো না কারোর সন্তুষ্টিকে ঘিরেই। আমরা যত কাজই করি না কেন, প্রতিটির উদ্দেশ্যেই “কারোর জন্য”, যদি তা নিজের জন্যও হয়ে থাকে সেটাও-তো “নিজের জন্য”, অর্থাৎ, কোনো মানুষের জন্যই হল!

মুসলমান যে হবে, তার সব কাজের লক্ষ্যস্থল তথা উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। তার যাবতীয় কাজই হবে “আল্লাহ-র জন্য”, হ্যাঁ আল্লাহ তাআলার সন্তুষ্টির অধীন। অন্য কাউকে খুশি করা, বা আরাম পৌঁছানো, বা অন্য কারোর মনের ইচ্ছা পূরণ – সেটা যা-ই হোক না কেন, সবই করতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেই। অর্থাৎ, এমন যদি হয় যে, কোনো ব্যক্তিকে খুশি করতে গেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, সেটা করা মুসলমানের পক্ষে সম্ভব নয়। কারণ, অন্য কারোর খুশি যদি আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়, তাহলে সেটা অবশ্যই আল্লাহ তাআলার নাফরমানি, গুনাহই বটে। এমন হয়ে গেলে একজন মুসলমানের জন্য তওবা-ইস্তেগফার করা জরুরি।

মুসলমানের সজাগ দৃষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে। নিজেকে খুশি করে কাজ করাও সেই সীমা পর্যন্ত জায়েয (শরীয়তে অনুমতি প্রাপ্ত) , যে পর্যন্ত আল্লাহ তাআলা নারাজ ও অসন্তুষ্ট হবেন না। কিন্তু আমি এমন কিছু করব, এমন আনন্দ গ্রহণ করব, এমনভাবে নিজেকে খুশি করব যে, আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হবেন – এটা মুসলমানের কাজ নয়। জেনে-বুঝে একজন মুসলমান এমন করবে না। এমন হয়ে গেলে একজন মুসলমান তওবা-ইস্তেগফার করবেই।

মুসলমান যে কারোর প্রতি (হোক তা কোনো ব্যক্তি বা দল) বন্ধুত্ব ও শত্রুতা পোষণ করবে, তার ভিত্তি অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি। যদি আমি কারো সাথে বন্ধুত্ব রাখি, সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রেখেই রাখব। আমি কারোর সাথে দূরত্ব বজায় রাখি, সেটাও আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রেখেই রাখব। এই বিষয়টি লক্ষ্য না রাখার জন্য মুসলমান আজ ক্ষতিগ্রস্ত। যেখানে সম্পর্ক জুড়তে বলা হয়েছে, সেখানে আমরা সম্পর্ক ভেঙ্গেছি। যেখানে সম্পর্ক গড়ার বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে, সেখানে আমরা খুব সম্পর্ক করেছি। ফলে মুসলমানের ইহকাল ও পরকাল – উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলার বিধান লঙ্ঘনকারীকে বন্ধু মনে করা চরম বোকামি। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে তাদের তাবেদারি করে বসি। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টিকে জীবনের উদ্দেশ্য বানায়নি, তার সাথে বন্ধুত্ব করে কিভাবে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলব? আমি তো মুখে বলছি যে, আমি আল্লাহ তাআলার ফরমাবরদার। কিন্তু আমার সম্পর্ক একই সাথে আল্লাহ তাআলার সাথে, একই সাথে তাঁরই নাফরমান তথা শত্রুদের সাথে! এই দ্বৈত সম্পর্ক আমাকে কিভাবে সফলতা দিবে?

হ্যাঁ, আমাদের প্রত্যেককে বেছে নিতে হবে খাঁটি হবার ও খাঁটি থাকবার পথ। দুনিয়াতে দেখবেন ভেজাল কেউ পছন্দ করে না। ভেজাল তেল, ভেজাল ঘি কেউ চায় না। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ব, ভেজাল সম্পর্ক? আল্লাহ-র দলেও থাকব, ঐ দলও করব? আল্লাহ তাআলাকে ভালবাসতে চাবো – বিপরীত ভালোবাসাকেও লালন করব? এটা আল্লাহ তাআলাও চান না। বরং, এটা-তো স্রষ্টার সুস্পষ্ট সীমালঙ্ঘন! এই রকম দ্বিমুখী সম্পর্ক বড়ই ঝুঁকিপূর্ণ। এখানেই কপটতা তথা মুনাফিকের বীজ। আল্লাহ তাআলার পানাহ।

আমাদের অবস্থা হল, “আমরা দুনিয়াও চাই, আখেরাতও চাই — আমাদের মন মতন, আমাদের ফর্মুলা মতন”। বরং বলা যায়, “আমরা দুনিয়া অবশ্যই চাই, যেমন কাফির-মুশরিকরা চায় (দুনিয়ার বাড়ী-গাড়ি, নারী, ক্ষমতা সব বেশী চাই), আখেরাতের ক্ষতি হলেও তার মূল্যে দুনিয়া হাত ছাড়া করতে রাজি নই”। হে মুসলমানগণ! এটা আসলেই ধোঁকা! আর এই ধোঁকা মারাত্মক ব্যাধি! এই ব্যাধি হল দুনিয়াকে প্রাধান্য দেওয়ার ব্যাধি, দুনিয়াকে প্রবলভাবে ভালোবাসার ব্যাধি। অথচ, একজন মুসলমান প্রবলভাবে তো আল্লাহ তাআলা ও তাঁর রাসূল ﷺ-কে ভালোবাসবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি ও আল্লাহ তাআলার রাসূল ﷺ-এর সন্তুষ্টির সামনে কোনো সন্তুষ্টিকে সে স্থান দেবে না।

দুনিয়ার হায়াতেই সিদ্ধান্ত নিতে হবে আমাকে, আমি কার সন্তুষ্টি চাই? আমার জীবনকে কার কাছে ন্যস্ত করব? আমার মতনই অসহায় কোনো মানুষের হাতে, নাকি মহামহিম, মহা-পরাক্রমশালী আল্লাহ তাআলার কাছে?

যদি মুসলমান হয়ে মরতে চাই, যদি ঈমান ও নেক আমলকে জীবনের পুঁজি বানাতে চাই, শুধু একটি পথই বেছে নিতে হবে। সেটিই আল্লাহ তাআলার পথ। সেই পথটিই ইসলাম দেখিয়েছে – সীরাতুল মুস্তাক্বীম। সেই পথে চলে দেখিয়েছেন আমাদের প্রিয় নবীজি ﷺ এবং তার সাহাবাগণ رضي الله عنهم  পরবর্তীগণও সেই পথ ধরেই হয়েছে সফল ও সার্থক। আর এটা এমন সফলতা ও সার্থকতা যা শুধু দুনিয়াতে সীমাবদ্ধ নয়। দুনিয়া ও আখেরাতে বিস্তৃত। সেই সফলতা চিরকালের। সেই সফলতা ও সার্থকতা যে কত বড়, তা ঈমানী দুর্বলতার জন্য আমরা আজ উপলব্ধি করতে পারছি না। কিন্তু কেয়ামতের দিনটি সন্নিকটে। সেই দিনই বুঝে আসবে সম্মান আল্লাহ তাআলাই দেন, কাকে দেন, কিভাবে দেন। সেই দিনই বুঝে আসবে আল্লাহ তাআলার সন্তুষ্টির পাত্রগণ কারা, তাদের মর্যাদা কি।

 وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لا يَعْلَمُونَ

অর্থ: মর্যাদা কেবল আল্লাহ তাআলার, তাঁর রাসূলের এবং মুমিনদেরই; কিন্তু মুনাফিকরা তা জানে না। সূরা মুনাফিকুন: আয়াত ৮ (আংশিক)

Last Updated on January 6, 2024 @ 2:52 pm by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it