বিবিধ প্রবন্ধ

আপনার ব্যবসায় কি লাভ হচ্ছে না ক্ষতি

ব্যবসায়ীরা প্রতিদিন হিসাব কষে। কতটুকু মূলধন খাটানো হল, কতটুকু লাভ বা লোকসান হল। ব্যবসা তো লাভের জন্যই করা হয়। যদি আয়-ব্যয় সমান হয় – তো কমপক্ষে লাভ না হলেও লোকসান হল না। কিন্তু লাভ না হলে অবশ্যই আফসোস হয়। মূলধন খাটানোর উদ্দেশ্যই যেন লাভ হয়। আর যদি ব্যবসা লাভের চেহারা না দেখে, ক্রমাগত লোকসান হতেই থাকে তাহলে ব্যবসায়ী এক সময় ব্যবসা বন্ধ করে দিতেও বাধ্য হয়।

মানুষের জীবনটাও এক ব্যবসা। ফরয এই ব্যবসার পুঁজি। নফল তার লাভ। আর গুনাহ হল এ ব্যবসার লোকসান। এখানে পুঁজি খাটানোর সুযোগ যেহেতু আমৃত্যু, তাই এ কথা বলব না যে, নফল না হলে ফরয বন্ধ করে দাও। কিন্তু এ কথা সত্য, নফলকে একদমই অগ্রাহ্য করা মানে ফরযের মধ্যে ঘাটতি সৃষ্টি হওয়া। আর গুনাহ করলে যে ‘ক্ষতি’ হয় তা তো বলাই বাহুল্য।

এবার চিন্তা করুন সেই ব্যবসায়ীর কথা যে নাকি ব্যবসায়ে নেমেছে। পুঁজি খাটিয়েছে কিন্তু তারপর পুঁজি ভেঙেই খেতে শুরু করেছে! সে নিরেট বোকা ও বড়ই হতভাগ্য। ব্যবসার পুঁজি কখনো এভাবে নষ্ট করতে নেই এ সামান্য জ্ঞানটুকু তার হয়নি। সুতরাং, পুঁজি-সদৃশ ফরযকে যে ছেড়ে দেয় সে এমনি মহা ক্ষতির সম্মুখীন।

Last Updated on October 2, 2022 @ 12:58 pm by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it