সহজ আমল

আল্লাহ তাআলার কাছে প্রিয়, খুব সহজ আমল

দুটি কালেমা, মুখে উচ্চারণ হালকা, মীযানে (অর্থাৎ, আমলের দাঁড়িপাল্লায়) খুব ভারী এবং করুণাময় আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। কালেমা দুটি হল:

سبحن الله العظيم এবং سبحن الله وبحمده

– সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম।

আমরা অনেকেই জানি, এ হাদীসটি বুখারী শরীফের সর্বশেষ হাদীস।

দেখুন, কি সহজ। দিনে বহুবার উচ্চারণ করা যায়। কিন্তু আমলকারীর সংখ্যা তুলনামূলক অনেক কম।

আখেরাতের চিন্তা থাকলে আমরা সময়কে যথার্থ ব্যবহার করব। আখেরাতের চিন্তা থাকলে তাসবীহগুলো করা সহজ।

অথচ তার লাভ? এক কথায়, অশেষ অপরিসীম।

চলুন আজ থেকে নিজেদের মধ্যে এই তাসবীহগুলো পাঠের প্রতিযোগিতা শুরু করি।

Last Updated on June 16, 2022 @ 12:29 pm by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it